বাবা আমার আকাশের সূর্য তুমি। মানুষ মরে গেলে নাকি তারা হয়ে যায়। পৃথিবীর আকাশতো তারাভরা। তাই তারা তুমি হতেই পারো না। আজ তোমার সেই ছোট্ট মেয়ে অনেক বড় না তবে বেশ বড় হয়েছে। তার নিজেরও একটা ছানা হয়েছে। তোমার ছোট্ট মেয়েটা এই ছানাকে নিয়ে তোমার মতোই অনেক স্বপ্ন দেখে। বাবা তুমি যে বলতে, আমি তোর […]