img
Home / আমিও লিখি / ফেসবুক বিচিত্রা

ফেসবুক বিচিত্রা

ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম মাত্র। জীবনের অতি ক্ষুদ্রতম একটি অংশ, যা কখনওই কোন মানুষের সম্পূর্ণ জীবনের বার্তা, পরিস্থিতি, অবস্থা, প্রকৃতি প্রকাশ করেনা।

ভয়ের কোন স্ট্যাটাস দেওয়া মানেই মানুষটি অলৌকিক ভূতের ভয়ে কম্পমান, তা যেমন সত্য নয়, তেমনি বিষন্নতার স্ট্যাটাস মানেই সে মরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, গলে যাচ্ছে, সেরকম মোটেও না। মন খারাপ বা বিষন্নতা এমন একটি অবস্থা যা নিজের কাছে লুকিয়ে রাখতে হয়, ভার্চুয়াল জগতের মানুষকে বলে বাড়ালে তা কখনোই কমবে না,বরঞ্চ কোন খুশির খবর জাহির করে বলে বেড়ালে তা বহুগুনে বেড়ে যায়।

এরকম স্ট্যাটাসে ভয় পেয়ে আতঙ্কিত হবার কোন কারন নেই। স্ট্যাটাস প্রদানকারী মানুষটি বিমর্ষ বিষন্নতায় জর্জরিত, একটু পরই তার জীবন সংশয় ঘটবে, পারিবারিক সব সম্পর্ক কাঁচের মতো ভেঙে গুড়িয়ে গেলো, সব কিছু রসাতলে গেলো, এমন মনে করার ও সত্যিই কোন লজিক নেই। বাস্তবিক অর্থে যদি কোন খারাপ কিছু ঐ মানুষটার সাথে ঘটে তবে তা অন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য ফেসবুকের প্রয়োজন পড়বে না, এমনিই পৌঁছিয়ে যাবে।

ফেসবুক মানে, কাছে দূরের মানুষের সাথে যোগাযোগ রাখা, অনেকদিন আগে হারিয়ে যাওয়া প্রিয় বান্ধবী, পুতুল খেলার সাথী,  স্কুল পালানো বন্ধুদের খুঁজে পাওয়া। ফেসবুক মানে দিন শেষে একটু বিনোদন, ফেসবুক মানে সাত সমুদ্র তেরো নদী পারের প্রিয় মানুষটির সাথে যোগাযোগ। ফেসবুক মানে জরুরী কোন বিজ্ঞপ্তি,  টুকরো কিছু খুশির ভাগাভাগি, বিচ্ছিন্ন কোন মন খারাপ, ২৪ ঘন্টার মধ্যে ২৪ সেকেন্ড কিংবা ২৪ মিনিটের অনুভূতি। ফেসবুক মানে প্রয়োজনীয় কোন গ্রুপ, ভালোলাগার কোন পেইজ, আর আমার মতো কারো কারো কাছে ফেসবুক মানে ভার্চুয়াল জগতের লেখার গল্প কবিতার খাতা…!

মানুষের মন আকাশের মতো বিশাল, সাগরের মতো অতল, পাহাড়ের মতো সুউচ্চ, গোলকধাঁধার মতো জটিল, প্রকৃতির মতো স্নিগ্ধ,  তাকে প্রকাশ করার জন্য শুধুমাত্র ফেসবুক নয়, অন্য কোন সামাজিক যোগাযোগ মাধ্যমও যথেষ্ট নয়। একমাত্র মানুষ নিজেই তার মনের প্রকাশক, ভাবনার বিশ্লেষক,  অনুভূতির প্রতিনিধি।

Comments Below

comments

  • Facebook
  • Twitter
  • Google+
  • Pinterest
  • stumbleupon