img
Home / জননীতি / ডোনাল্ড ট্রাম্প এর পিছনের ক্ষুদ্রকথা

ডোনাল্ড ট্রাম্প এর পিছনের ক্ষুদ্রকথা

/
/

ডোনাল্ড ট্রাম্প একজন অসাধারণ ব্যাক্তিত্ব, সাথে আমেরিকার সম্মানিত প্রেসিডেন্ট।  পৃথিবীর মানুষের কাছে বেশকটা আহ্লাদের দেশের মাঝে আমেরিকা এক অন্যতম আহ্লাদিত দেশ। সে দেশের রাষ্ট্রপতি আহ্লাদের হবে না তাই কি হয়। পৃথিবী বিখ্যাত পাগলা ৭১বছর বয়সী বুড়ো মি. ট্রাম্প হন আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট। হিলারিকে এক প্রকার বাজিমাত দেখিয়ে ট্রাম্প জায়গা করে   নিলেন এই আসনে । তবে একটা ব্যাপার না বললেই নয়,  বুড়ো হলেও বেশ উদ্যমী ব্যক্তিত্ব। তৃতীয় বিবাহ করেছেন ৫৯ বছর বয়সে। স্লোভেনিয়ার মডেল মেলানিয়া তার তিন নং স্ত্রী। মেলানিয়ার উত্তরসূরিরা হলেন জেলনিকোভার,ম্যাপেলস। বউ পিটানোর তকমা ও তার গায়ে লেগেছিল। প্রথম স্ত্রীর চুল পড়ে যাওয়া সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য চাপ দিলে তিনি স্ত্রীর চুল ছিড়ে ফেলেন। তিনি আবার পুরস্কার প্রাপ্ত অভিনেতাও। যদিও অস্কারের ক্যাটাগরিতে সবচেয়ে বাজে সহ অভিনেতার পুরস্কার কিন্তু পুরস্কারতো পুরস্কারই। “ঘোষ্ট কান্ট ডো ইট” মুভির জন্য গোল্ডেন রাস্পবেরি আওয়াড পান। তাছাড়া বিলাসী এই বুড়ো থাকেন তার তরি বসবাসের জন্য পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন খ্যাত ট্রাম্প টাওয়ারে। ভবন বানাবেন কিন্তু বিতর্ক হবে না তাতো হয় না। আমেরিকার ঐতিহাসিক  গুরুত্বপূর্ণ ভবন ডেকো টাওয়ার ভেঙে বানান তার বিলাসভবন। মন্দেরও ভালো থাকে তিনি আলকোহল খান না। যদিও মদের ব্যবসা করেন নিজে। ট্রাম্প মামা নিয়ে আরো হয়ত লিখব, এত অল্প করে ডোনাল্ড ট্রাম্প এর গল্প হয়ত ব্যাখ্যা সম্ভব না।

Comments Below

comments

  • Facebook
  • Twitter
  • Google+
  • Pinterest
  • stumbleupon